ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৯ জুলাই ২০২৪, ০১ মহররম ১৪৪৬

জাতীয়

সাংবাদিক অধ্যক্ষ রোস্তমের স্মরণে প্রেসক্লাবে স্মরণ সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
সাংবাদিক অধ্যক্ষ রোস্তমের স্মরণে প্রেসক্লাবে স্মরণ সভা সাংবাদিক অধ্যক্ষ রোস্তমের স্মরণে প্রেসক্লাবে স্মরণ সভা

বগুড়ার শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রয়াত সাংবাদিক অধ্যক্ষ মুহম্মদ রোস্তম আলী স্মরণে শোকসভা পালিত হয়েছে।

বগুড়া: বগুড়ার শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রয়াত সাংবাদিক অধ্যক্ষ মুহম্মদ রোস্তম আলী স্মরণে শোকসভা পালিত হয়েছে।
 
শনিবার (২৪ ডিসেম্বর) শহরের বাসস্ট্যান্ডে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে সভার আয়োজন করা হয়।


 
প্রেসক্লাব সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদেস্য হাবিবর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, জেলা বিএনপির উপদেষ্টা জানে আলম খোকা, শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুনসী সাইফুল বারী ডাবলু, পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা স্বাধীন কুমার কুণ্ডু।
 
এছাড়া সভায় শেরপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক গোলাম ইউনুস, পৌর কাউন্সিলর ফিরোজ আহমেদ জুয়েল, সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, আইয়ুব আলী, আব্দুল আলীম, প্রয়াত অধ্যক্ষ রোস্তম আলীর ছেলে তোফায়েল আহমদ, মেয়ে জামাই রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
 
শোকসভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজিত বসাক।
 
বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যক্ষ রোস্তম আলী মারা যান।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
এমবিএইচ/আরআইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।