ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুষ্ঠু নির্বাচনের জন্যই রাষ্ট্রপতির সঙ্গে সব দলের সাক্ষাৎ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
সুষ্ঠু নির্বাচনের জন্যই রাষ্ট্রপতির সঙ্গে সব দলের সাক্ষাৎ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত

টাঙ্গাইল: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্যই রাষ্ট্রপতির সঙ্গে সব দল দেখা করছে।

বুধবার (০৪ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী এসময় বলেন, নির্বাচন কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছেন।

রাজনৈতিক দলগুলোর দেওয়া মতামতের ভিত্তিতেই নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন তিনি। এতে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না।

জালটাকা প্রতিরোধে ভারত সরকার তাদের বড় নোট বাতিল করলেও বাংলাদেশ সরকার এ ধরনের উদ্যোগ গ্রহণের কথা এখনও ভাবছে না বলেও জানান মন্ত্রী।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা একুশে পদকপ্রাপ্ত দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম ফেরদৌস আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদত হোসেন কবির ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুল হক।

এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম রব্বানী।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।