ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লোক লোকালয় অনুষ্ঠানের ৩৩ বছর পূর্তি উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৭
লোক লোকালয় অনুষ্ঠানের ৩৩ বছর পূর্তি উদযাপন

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) লোক লোকালয় অনুষ্ঠানের ৩৩ বছর পূর্তি উদযাপিত হয়েছে। শুক্রবার (০৬ জানুয়ারি) সকালে স্থানীয় সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে খাগড়াছড়ি প্রেস ক্লাব হল রুমে কেক কেটে অনুষ্ঠান শুরু করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জুয়েল চাকমা।

খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি এবং লোক লোকালয় অনুষ্ঠানের সংগঠক জীতেন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- খাগড়াছড়ি জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি দীলিপ চৌধুরী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনিস্টিটিউটের সংগীত প্রশিক্ষক অমলেন্দু মজুমদার, সাংস্কৃতিক কর্মী নাজিম উদ্দিন, সাংবাদিক আবু দাউদ ও আজহার আলী হীরা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
বিএসকে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।