ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুর্নীতিতে আগোরা-বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারকে জরিমানা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
দুর্নীতিতে আগোরা-বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারকে জরিমানা আগোরা ও বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে জরিমানা

ঢাকা: নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার ধানমন্ডি শাখাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একই অভিযোগে সুপারশপ আগোরাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আমিরুল মাসুদ সোমবার (১১ ডিসেম্বর) এ অভিযান পরিচালনা করেন।  

এসময় মরনচাঁদ মিষ্টান্ন ভান্ডার, গ্র্যান্ডসন্সসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

আমিরুল মাসুদ বাংলানিউজকে বলেন, বেশ কিছু অনিয়মের অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোকে এ জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
এমএন/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।