ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবসে র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
ঝিনাইদহে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবসে র‌্যালি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবসে র‌্যালি

ঝিনাইদহ: ঝিনাইদহে প্রথমবারের মত পালিত হলো জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক জাকির হোসেন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি, জেলা শিক্ষা অফিসার মোকছেদুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. জাহিদ আহমেদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম।

সেসময় সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, তথ্য-প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ১২ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।