ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দ্রব্যমূল্য কমানোর দাবিতে বরিশালে অবস্থান কর্মসূচি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
দ্রব্যমূল্য কমানোর দাবিতে বরিশালে অবস্থান কর্মসূচি  দ্রব্যমূল্য কমানোর দাবিতে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার কর্মসূচি

বরিশাল: বিদ্যুতের অযৌক্তিক মূল্য বৃদ্ধি প্রত্যাহার ও চাল, পেঁয়াজসহ  নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবিতে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে যৌথভাবে অবস্থান কর্মসূচি পালন করেছে বরিশাল জেলা সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা। 

এর আগে মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরের অশ্বিনী কুমার  হল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিল শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেন।

 

মিছিলটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকে গিয়ে অবস্থান নেন।  

সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়কারী অধ্যক্ষ মিজানুর রহমান সেলিমের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তরা বলেন-  বর্তমান সরকারের শাষনামলে ৮ বার জ্বালানি তেলের মূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে এক অসহনীয় পরিবেশের দিকে ঠেলে দিচ্ছে। সরকারের ভুল নীতি ও দুর্নীতির খেসারতের কারণে আজ দেশের সাধারণ জনগণ নানান ভোগান্তির মধ্যে রয়েছেন।  

অবিলম্বে তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম স্বাভাবিক পরিস্থিতিতে আনার আহবান জানান বক্তারা। সরকার এতে ব্যর্থ হলে সাধারণ মানুষ আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।  
 
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন- জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাড. এ কে আজাদ, ইউনাইটেড কমিউনিস্ট পার্টির সদস্য সচিব নিপেন্দ্র নাথ বাড়ৈ, জেলা বাসদ সংগঠক ডা.  মনিষা চক্রবর্তী, সাইদুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
এমএস/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।