ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়ি হানাদার মুক্ত দিবসে নানা আয়োজন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
খাগড়াছড়ি হানাদার মুক্ত দিবসে নানা আয়োজন খাগড়াছড়িতে মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরে র‌্যালি বের করা হয়।

খাগড়াছড়ি: নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে খাগড়াছড়ি হানাদার মুক্ত দিবস।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে খাগড়াছড়িতে মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়।


 
পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর আগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
 
এসময় উপস্থিত ছিলেন- শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার উদ্দিন প্রমুখ।  

এর আগে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কার্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সংসদ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
 
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর গাছবান কুকিছড়ায় পাকবাহিনীকে হটিয়ে ১৫ ডিসেম্বর খাগড়াছড়িতে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। মুক্তিযুদ্ধের সংগঠক দোস্ত মোহাম্মদ চৌধুরী স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন সেদিন।  

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।