ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে শিবির সভাপতিসহ আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
লালমনিরহাটে শিবির সভাপতিসহ আটক ৫

লালমনিরহাট: বিজয় দিবসের কর্মসূচিতে নাশকতার আশঙ্কায় লালমনিরহাট সরকারি কলেজছাত্র শিবিরের সভাপতি জাহাঙ্গীর আলমসহ পাঁচ শিবির নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- লালমনিরহাট সরকারি কলেজের ছাত্র শিবির সভাপতি ও হাতীবান্ধা উপজেলার আরাজি শেখ সুন্দর এলাকার সামছুল আলমের ছেলে জাহাঙ্গীর আলম (২২), পাটগ্রাম উপজেলার বউরা আঞ্চলিক শাখার ছাত্র শিবির সভাপতি ও ওই উপজেলার হোসনাবাদ এলাকার গোলাম রব্বানীর ছেলে গোলজাল হোসেন (২২), একই উপজেলার বাউরা হোসনাবাদ এলাকার আব্দুল কাদের ছেলে উচ্ছাস হোসেন (২০), নবীনগর এলাকার সেকেন্দার আলীর ছেলে মিশন ইসলাম (১৮) ও হাতীবান্ধা উপজেলার বুড়াসারডুবী এলাকার ছানাউল্লাহ ছেলে আবু সাঈদ (২০)।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাসান সরদার বাংলানিউজকে জানান, বিজয় দিবস উপলক্ষে সানিয়াজান বাজার এলাকায় মিছিলের নামে নাশকতার পরিকল্পনা করেন ছাত্রশিবির কর্মীরা। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে কিছু জিহাদী বইসহ পাঁচজনকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে আটকদের নামে ইতিপূর্বে কোনো মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।