ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লালপুরে বৃদ্ধ দম্পতির মৃত্যু, ২ ছেলেকে জিজ্ঞাসাবাদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
লালপুরে বৃদ্ধ দম্পতির মৃত্যু, ২ ছেলেকে জিজ্ঞাসাবাদ

নাটোর: নাটোরের লালপুর উপজেলার কদমচিলান ইউনিয়নের ধোলা গ্রামে আব্দুস সোবহান (৭৪) ও তার স্ত্রী শেফালী বেগমের (৬৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের দুই ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শনিবার (১৬ ডিসেম্বর) দিনগত রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সকালে তাদের মরদেহ উদ্ধার করেছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ওবায়েদ বাংলানিউজকে জানান, ওই দম্পতি শনিবার (১৬ ডিসেম্বর) রাতে খাবার খেয়ে ঘুমোতে যান। এসময় সোবহান বুকে ও পেটে ব্যথ্যা হচ্ছে বলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে তিনি বমি করতে থাকেন।  

স্বজনেরা তাকে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরে স্ত্রী শেফালীও বমি করতে করতে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

ওসি বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের সন্তানদের সঙ্গে বিরোধ ছিল। এর আগে ছেলেদের নামে থানায় জিডিও করেছিলেন সোবহান। মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তাদের দুই ছেলে নওশাদ (৫০) ও আবু তালেবকে (৪৫) জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।  

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
আরআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।