ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডেসকোয় চুরি: গাজীপুরে ১০ আনসার বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
ডেসকোয় চুরি: গাজীপুরে ১০ আনসার বরখাস্ত

গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে সরকারি সম্পদ চুরির ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এবং দায়িত্বে অবহেলার অভিযোগে ১০ আনসার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরপর তাদের সোপর্দ করা হয়েছে পুলিশের হাতে। 

গত শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে টঙ্গীতে ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) থেকে আনুমানিক ২০ লাখ টাকার মালামাল চুরির ঘটনা তদন্তের পর শনিবার (১৬ ডিসেম্বর) তাদের বরখাস্ত করে পুলিশে দেওয়া হয়েছে।

পুলিশ ও আনসার সূত্রে জানা যায়, সরকারি প্রতিষ্ঠান রক্ষায় ডেসকোতে একটি আনসার ক্যাম্প রয়েছে।

শুক্রবার ঘটনার সময় চিহ্নিত আনসার সদস্যরা গেট খুলে দেন এবং কোনো প্রতিবাদ না করে নিশ্চুপ থাকেন। তাই এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এবং দায়িত্বে অবহেলায় ওই আনসার সদস্যদের বরখাস্ত করে পুলিশে দেওয়া হয়।  

এ বিষয়ে বাংলাদেশ আনসার ও ভিডিপি’র গাজীপুর জেলা কমান্ডার ড. মো. সাইফুর রহমান বাংলানিউজকে জানান, সেদিন রাতে ৪০-৪৫ জন লোক ডেসকোর ভেতর ঢুকে আনসার সদস্যদের বেঁধে ফেলে। পরে ওই প্রতিষ্ঠান থেকে প্রায় ২০ লাখ টাকার নাট-বল্টুসহ মালামাল চুরি করে নিয়ে যায় সেই লোকেরা।  

পরদিন শনিবার (১৬ ডিসেম্বর) ঘটনাটি তদন্ত করা হয়। এতে জড়িত সন্দেহে ও দায়িত্বে অবহেলায় দায়ে ১০ আনসার সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ফৌজদারি অপরাধের জন্য তাদের টঙ্গী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।  

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার বাংলানিউজকে জানান, ১০ আনসার সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
আরএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।