ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কদমতলীতে টিটু হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
কদমতলীতে টিটু হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

ঢাকা: রাজধানীর কদমতলী থানাধীন হুমায়ুন কবির টিটু হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. সোহাগ ওরফে বড় সোহাগ, মামুন শেখ ও রবিন শেখ।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন।

অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় মামলায় তিনজনকে খালাস দিয়েছেন আদালত।

২০১০ সালের ২৬ নভেম্বর হুয়ামুন কবির টিটুকে রাজধানীর কদমতলী থানাধীন আউটার সার্কুলার রোড (নোয়াখালী পট্টি) এলাকার নান্নু জেনারেল স্টোরের সামনে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা বেগম কদমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সোমবার এ রায় দিলেন আদালত।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা টিটুকে গুলি করে হত্যা করে। তদন্তকালে পুলিশ আসামি রবিন শেখকে গ্রেফতার করলে সে আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

ঘটনা তদন্ত করে ২০১৩ সালের ৩১ আগস্ট আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেন কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম। ২০১৪ সালের ২৯ মে আসামিদের বিচার শুরু হয়।

রায় ঘোষণার আগে চার্জশিটের ২৩ সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য নেন ট্রাইব্যুনাল।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭/আপডেট: ১৪৪৪ ঘণ্টা
এমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।