ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালের ৬ রুটে তৃতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
বরিশালের ৬ রুটে তৃতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ বিকল্পবাহনে যাচ্ছে যাত্রীরা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: দক্ষিণাঞ্চলের বরিশাল ও ঝালকাঠি মিনিবাস মালিক সমিতির দ্বন্দ্বে ঢানা তৃতীয় দিনের মতো রূপাতলী বাসস্ট্যান্ড থেকে সরাসরি ছয় রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) পর্যন্ত রূপাতলী বাসস্ট্যান্ড থেকে ঝালকাঠির উদ্দেশ্যে কোনো বাস ছেড়ে যায়নি। কিংবা ঝালকাঠি থেকে কোনো বাস ছেড়েও আসেনি।

বরিশাল বাস মিনিবাস মালিক সমিতির গাড়ি প্রবেশ করতে না দিয়ে ঝালকাঠি বাস-মিনিবাস মালিক সমিতি তাদের জেলার আওতাধীন রায়াপুরে অস্থায়ী বাসস্ট্যান্ড বানিয়ে যাত্রীসেবা দিচ্ছে।

এতে করে ওই রুটের যাত্রীদের ৩ কিলোমিটারেরও বেশি পথ বিকল্পবাহনে ঝালকাঠি জেলার রায়াপুর স্কুল সংলগ্ন রাখা বাসে উঠতে হচ্ছে। ফলে রূপাতলী বাসস্ট্যান্ড থেকে যারা ঝালকাঠি, ভান্ডারিয়া, আমুয়া, মঠবাড়িয়া, পিরোজপুর ও খুলনা যাচ্ছেন তারা ভোগান্তিতে পড়েছেন।

ঝালকাঠি বাস মালিক সমিতির নেতা আ. ছত্তার হাওলাদার বলেন, বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক সড়কে কালোজিরা থেকে রূপাতলী ও বরিশাল-পটুয়াখালী মহাসড়কে রূপাতলী থেকে কর্ণকাঠী পর্যন্ত মোট ৪ কিলোমিটার পথ বরিশাল মালিক সমিতির আওতায়।

আর কর্ণকাঠীর থেকে বুড়িরহাট এই ৮ কিলোমিটার পথ ঝালকাঠি বাস মালিক সমিতির আওতায় হওয়ার পরও ঝালকাঠি মালিক সমিতির গাড়ি পটুয়াখালী কিংবা কুয়াকাটা যেতে দেওয়া হচ্ছে না। ফলে কুয়াকাটা রুটে আমাদের গাড়ি চালাতে না দেওয়া পর্যন্ত এ অবস্থা চলবে বলেও জানান ছত্তার হাওলাদার।

বরিশাল-পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন বলেন, এ সমস্যা নিরসনে বুধবার বিকেল ৩টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বৃহৎ একটা অংশ বরিশালের আর মাত্র কয়েক কিলোমিটার সড়ক ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মধ্যে রয়েছে। কিন্তু ওই রাস্তায় গাড়ি চালাতে চাইতে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কে অনেক বেশি সুবিধা নিচ্ছে ঝালকাঠি মালিক সমিতি। সেখানে সমতা আনতে হবে নয়তো আমাদেরও আন্দোলনের পথ বেছে নিতে হবে।

** বরিশালের ৬ রুটে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ​
** বরিশাল থেকে ৬ রুটে সরাসরি বাস চলাচল বন্ধ

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।