ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পরিবেশ রক্ষায় সচেতনতামূলক র‌্যালি ও চারা বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
পরিবেশ রক্ষায় সচেতনতামূলক র‌্যালি ও চারা বিতরণ পরিবেশ রক্ষায় গাছের চারা বিতরণ

গাজীপুর: পরিবেশ রক্ষায় গাজীপুরে সচেতনতামূলক র‌্যালি ও এলাকাবাসীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় প্রিমিয়ার ব্যাংক লিমিটেড কোনাবাড়ী শাখার উদ্যোগে র‌্যালি ও গাছের চারা বিতরণ করা হয়।  

র‌্যালিটি গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী বিসিক শিল্প নগরী থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে হরিণাচালা, পারিজাত, কোনাবাড়ী ও আমবাগ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে আমবাগ ইউনিক স্কুল অ্যান্ড কলেজ, কোনাবাড়ী ও বাইমাইল কাদের মার্কেট এলাকায় এলাকাবাসীর মাঝে পেয়ার ও লেবু চারাসহ বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়েছে।

চারা বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- প্রিমিয়ার ব্যাংক লিমিটেড কোনাবাড়ী শাখার ম্যানেজার মো. মোতালিব হোসেন, পাগলা শাখার ম্যানেজার ওয়াসি উদ্দিন ও আমবাগ ইউনিক স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. সোলায়মান হোসেন প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন- কোনাবাড়ী ইউনিয়ন ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন বকুল মোল্লা, স্থানীয় ব্যবসায়ী সেলিম মোল্লা, সাজু মিয়া, প্রিমিয়ার ব্যাংকের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭     
আরএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।