ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শীতে বিপর্যস্ত চুয়াডাঙ্গা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
শীতে বিপর্যস্ত চুয়াডাঙ্গা আগুন জ্বেলে শীত নিবারনের চেষ্টা।

চুয়াডাঙ্গা: তীব্র শীতে বিপর্যস্ত চুয়াডাঙ্গা। মঙ্গলবার (৯ জানুয়ারি) চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও শৈত্যপ্রবাহ ও হিমেল হাওয়ায় একেবারেই বিপর্যস্ত এ এলাকার সাধারণ মানুষ।

তীব্র শীত ও ঠাণ্ডা বাতাস সব মিলিয়ে ব্যাহত হচ্ছে চুয়াডাঙ্গার সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে এ এলাকার খেটে খাওয়া মানুষ। এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে ও চায়ের দোকানে শীত নিবারনের চেষ্টায় খড়-কুটো জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা গেছে নিম্ন আয়ের মানুষগুলোকে।

তীব্র শীতে প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছে না। ফলে সব থেকে বেশি সমস্যায় পড়েছে দিন আনা দিন খাওয়া মানুষগুলো।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সামাদুল হক বাংলানিউজকে জানান, আরো দুই-একদিন এ রকম পরিস্থিতি বিরাজ করতে পারে।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।