ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
নীলফামারীতে বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের মানববন্ধন

নীলফামারী: নীলফামারীতে ১১ দফা দাবিতে মানববন্ধন করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা।

মঙ্গলবার (০৯ জানুয়ারি) দুপুরে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে স্মৃতি অম্লান প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষক ও কর্মচারী সংগ্রাম কমিটির সভাপতি মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সুপার মোহাম্মদ আলী, প্রধান শিক্ষক আবু হেনা গোলাম মোস্তফা, প্রভাষক পরিতোষ কুমার রায়, কাজী দৌলত হোসেন, অধ্যাপক আবুল কালাম প্রমুখ।

শিক্ষক ও কর্মচারী সংগ্রাম কমিটি নীলফামারী সদর উপজেলার আয়োজনে মানববন্ধনে ৯টি সংগঠনের নেতাসহ শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।