ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে বিষপানে রাজমিস্ত্রির আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
চাঁদপুরে বিষপানে রাজমিস্ত্রির আত্মহত্যা

চাঁদপুর: পারিবারিক কলহের জের ধরে চাঁদপুরে ইউনুছ মিয়াজী (৩৮) নামে এক রাজমিস্ত্রি বিষপানে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর চাপাতলি গ্রামের মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে। ইউনুছ ওই বাড়ির হানিফ মিজির ছেলে।

তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

নিহতের স্ত্রী আছিয়া বেগম বাংলানিউজকে জানান, সকাল ৯টার দিকে বড় ভাই মান্নান মিয়াজীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে বাক-বিতণ্ডা হয় তার স্বামী ইউনুছের। একপর্যায়ে তিনি ঘরে থাকা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক নুরুল আলম ইউনুছকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।