ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
গাজীপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

গাজীপুর: পরিবেশ দূষণের দায়ে গাজীপুরে দু'টি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

মঙ্গলবার (৯ জানুয়ারি) পরিবেশ অধিদফতরে শুনানিক্রমে এ জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠান দু'টির মধ্যে প্যারাগন প্লাস্ট ফাইবার লিমিটেডকে ৫ লাখ টাকা ও প্যারাগন পোল্ট্রি ফার্মকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দূষিত তরল বর্জ্য পরিবেশে নির্গমন করে পরিবেশের ক্ষতি ও পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতীত প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করে আসছিল ওই কারখানা দু'টি। পরে প্রতিষ্ঠান দু'টির মালিক প্রতিনিধিকে পরিবেশ অধিদফতরে তলব করা হয়। এ সময় এক শুনানিতে তাদের এ জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।