ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৩ কিশোরী ফুটবলারের পাশে খাগড়াছড়ি জেলা পরিষদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
৩ কিশোরী ফুটবলারের পাশে খাগড়াছড়ি জেলা পরিষদ ছবি-বাংলানিউজ

খাগড়াছড়ি: সাফ অনূর্ধ্ব ১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে জয় পাওয়া বাংলাদেশ দলের তিন খেলোয়াড়ের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

তিন খেলোয়ার হলো-খাগড়াছড়ির মেয়ে আনুচিং মারমা, আনাই মারমা ও মনিকা চাকমা।
 
দরিদ্র পরিবারের তিন খেলোয়াড়ের সাফল্যকে আরো এগিয়ে নিতেএবং তাদের জীবনকে বিকশিত করতে জেলা পরিষদ থেকে তাদের  প্রত্যেককে ৫০ হাজার টাকা করে এফডিআর, ঘর নির্মাণ ও তিন মেয়ের শিক্ষার জন্য সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।


 
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী জেলা সদরের সাথৈঅং কার্বারী পাড়ায় যমজ দুই বোন আনুচিং ও আনাই মারমার বাড়িতে হাজির হয়ে এ ঘোষণা দেন।

জেলা পরিষদ চেয়ারম্যান এসময় চলতি অর্থবছরের মধ্যেই আনাইও আনুচিং’র ঘরটি নির্মাণ করার প্রত্যয় ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি আরেক কৃতি ফুটবলার লক্ষ্মীছড়ির দুর্গম সুমন্ত পাড়ার মনিকা
চাকমার ঘরও নির্মাণের ঘোষণা দেন।
 
এসময় জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে স্থানীয় ইউপি
চেয়ারম্যান জ্ঞানময় ত্রিপুরা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, জেলা পরিষদের পিআরও চিংলামং চৌধুরীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ০৯ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।