ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডাবের পানি পান করে অসুস্থ হয়ে দোকান কর্মচারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
ডাবের পানি পান করে অসুস্থ হয়ে দোকান কর্মচারীর মৃত্যু

ঢাকা: রাজধানীর নবাবপুরে ডাবের পানি পান করে অসুস্থ হয়ে রাজিব উদ্দিন মুরাদ (৩৫) নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ডা. ফিরোজ মৃত ঘোষণা করেন।

মুরাদ নবাবপুরের লিয়ান এন্টারপ্রাইজ নামে একটি হার্ডওয়ার দোকানের কর্মচারী ছিলেন।

তিনি নাটোর সদর উপজেলার বিহারিপাড়ার মইন উদ্দিন শেখের ছেলে। কেরানীগঞ্জ আটি বাজার এলাকায় থাকতেন তিনি।

দোকান মালিক নুরে আলম বাংলানিউজকে জানান, দুপুর ১২টায় দোকানে ডিউটিতে থাকা অবস্থায় মুরাদ একজন লোক দিয়ে একটি ডাব কিনে আনেন। পরে দোকানে বসে ডাবের পানি পান করার সঙ্গে সঙ্গে তিনি বমি করতে থাকেন।

তিনি আরো বলেন, পরে মুরাদকে পুরান ঢাকা ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে সন্ধ্যায় ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণ করেন।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ফিরোজ বাংলানিউজকে জানান, ধারণা করা হচ্ছে বিষাক্রান্ত হয়ে মুরাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
এজেডএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।