ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে তুলার গুদামে আগুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
টঙ্গীতে তুলার গুদামে আগুন

গাজীপুর: গাজীপুরে টঙ্গীর মিলগেট নামাবাজার এলাকার তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আতিকুর রহমান বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ৬টার দিকে টঙ্গীর মিলগেট নামাবাজার এলাকার আবুল বাসারের তুলার গুদামে আগুন লাগে।

এ সময় স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের দু'টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে গুদামে থাকা তুলা ও অন্যান মালপত্র পুড়ে গেছে।

তিনি জানান, কিছু দিন আগে ওই গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়। ওই পুড়া তুলা থেকে কিছু ভাল তুলা গুদামে রাখা হয়েছিলো। ওই তুলার মধ্যে হয়তো আগুনের স্ফুলিঙ্গ ছিলো। যা থেকে ফের আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।