ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সরকারের ৪ বছর পূর্তি

আর্মি স্টেডিয়াম মাতাবেন মমতাজ-জেমস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
আর্মি স্টেডিয়াম মাতাবেন মমতাজ-জেমস সচিবালয়ে সংবাদ সম্মেলনে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর/ছবি: বাংলানিউজ

ঢাকা: বাংলার ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি দেশব্যাপী আরো প্রচার-প্রসার এবং সরকারের চার বছরের উন্নয়ন ও সাফল্যগাঁথাকে সাংস্কৃতিক অনুষ্ঠানে ফুটিয়ে তুলতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়।

১২ জানুয়ারি (শুক্রবার) ঢাকা আর্মি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিকেল ৪টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত দেশবরেণ্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।  
 
বুধবার (১০ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।


 
সংসদ সদস্য মমতাজ, ব্যান্ড শিল্পী জেমস, বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীরা ছাড়াও প্রখ্যাত ব্যান্ডদল দলছুট, চিরকুট, সোলস্ সংগীত পরিবেশন করবে।
 
ওই দিন দুপুর ২টা থেকে আর্মি স্টেডিয়ামের প্রবেশ ফটকগুলো খুলে দেওয়া হবে এবং সন্ধ্যা ৭টার পর বন্ধ করে দেওয়া হবে।
 
সরকারের চার বছর পূর্তি উপলক্ষে ওই দিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ আর্মি স্টেডিয়ামে প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
 
‘পিতার স্বপ্নে কন্যার আহ্বানে কোটি মানুষের মিছিল চলেছে মুক্তির অভিযানে’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে চার বছর পূর্তি উদযাপন করবে মন্ত্রণালয়।
 
সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দফতর ও সংস্থার উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকাণ্ডের প্রামাণ্যচিত্র অনুষ্ঠানস্থলে স্থাপিত বড় পর্দায় প্রদর্শন করা হবে।   
 
মন্ত্রী বলেন, বর্তমান সরকার রূপকল্প ২০২১ বাস্তবায়নের কাছাকাছি অবস্থান করছে। বর্তমান সরকার ক্ষমতায় থাকলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ ও রূপকল্প ২০৪১ যথাসময়ে বাস্তবায়ন অসম্ভব হবে না। উন্নত দেশ গড়ার সঙ্গে সঙ্গে মানবিক বাংলাদেশ বিনির্মাণও জরুরি। সেজন্য প্রয়োজন দেশব্যাপী সুস্থ সংস্কৃতি চর্চা ও বিকাশ। সংস্কৃতি মন্ত্রণালয়ের এ উদ্যোগ ওই প্রচেষ্টারই অংশ।
 
বিশৃঙ্খলা এড়াতে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনলাইনে (www.fourthyearcelebration.com) বিনামূল্যে নিবন্ধন করতে হবে জানিয়ে মন্ত্রী বলেন, প্রথম নিবন্ধন করা ৩০ হাজার জন অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। তবে জায়গা বিবেচনা করে আরো দর্শক প্রবেশ করানো হবে।
 
মন্ত্রীর রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে সংবাদ সম্মেলন থেকে এ কার্যক্রম শুরু হয়।  
 
মিডিয়া পার্টনার হিসেবে পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে দেশ টিভি। এছাড়া বিটিভি ওয়ার্ল্ডেও সম্প্রচার হবে অনুষ্ঠানটি।  
 
অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রণালয়েল সচিব ইব্রাহীম হোসেন খান, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, দেশ টিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
এমআইএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।