ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে বাঘের আক্রমণে গরুর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
বাগেরহাটে বাঘের আক্রমণে গরুর মৃত্যু

বাগেরহাট: বাগেরহাটে বাঘের আক্রমণে একটি গরুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মোংলা উপজেলার বৈদ্যমারী এলাকায় এ ঘটনা ঘটে।

গরুর মালিক মবিন উদ্দিন মুন্সি বলেন, দুপুরে বনবিভাগের বৈদ্যমারী ক্যাম্প এলাকায় লোকালয়ে একটি হরিণ ছুটে আসে বনের ভেতর থেকে। তখন আমার সন্দেহ হয় আশপাশে বাঘ রয়েছে।

এসময় আমার গরুকে খুঁজতে থাকি। একপর্যায়ে ক্যাম্প থেকে একটু দূরে গরুর পেছনের দু’পায়ের ওপরের অংশের মাংস খাওয়া অবস্থায় গরুটিকে দেখতে পাই। পরে বন বিভাগের কর্মীরা গরুটির গায়ে কেরোসিন ঢেলে দিয়ে মাটিতে পুঁতে রাখে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান বাংলানিউজকে জানান, খবর পেয়ে বন বিভাগের কর্মীরা বাঘে খাওয়া গরুটিকে মাটিতে পুঁতে রাখে। সতর্কতার সঙ্গে ওই অঞ্চলের লোকদের বনের আশপাশে যেতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।