ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিপিএসএ’র সভাপতি আছাদুজ্জামান, সাধারণ সম্পাদক প্রলয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
বিপিএসএ’র সভাপতি আছাদুজ্জামান, সাধারণ সম্পাদক প্রলয় বিপিএসএ’র সভাপতি আছাদুজ্জামান, সাধারণ সম্পাদক প্রলয় কুমার জোয়ারদার। ছবি-সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (  বিপিএসএ) নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। এ নিয়ে টানা তৃতীয়বারের মত অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।

সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিটিসি) উপ-কমিশনার (ডিসি) প্রলয় কুমার জোয়ারদার।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় ২০১৮ সালের ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

ডিএমপির সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী বাংলানিউজকে জানান, এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে। সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটির অন্য সদস্যদের মনোনীত করবেন।

বৃহস্পতিবার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। অপর দুই নির্বাচন কমিশনার ছিলেন রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আবুল কাশেম ও সিএমপির কমিশনার মো. ইকবাল বাহার।
বাংলাদেশ সময়:০৬২৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
পিএম/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।