ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঘন কুয়াশায় শাহজালালে ফ্লাইট ওঠা-নামা বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
ঘন কুয়াশায় শাহজালালে ফ্লাইট ওঠা-নামা বন্ধ ঘন কুয়াশায় ঢাকা পড়েছে শাহজালাল বিমানবন্দর/ফাইল ছবি

ঢাকা: ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠা-নামা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (১৩ জানুয়ারি) দিনগত রাত ১টা থেকে বিমানবন্দরটিতে কোনো ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ করতে পারেনি।

বিমানবন্দর সিভিল এভিয়েশনের ডিউটি রুমের দায়িত্বরত এক কর্মকর্তা বাংলানিউজকে জানান, কুয়াশার কারণে রাত থেকে সব ধরনের ফ্লাইট ওঠা-নামা বন্ধ রয়েছে।

অবতরণ করতে না পারায় কয়েকটি ফ্লাইটকে সিলেট ও কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

কুয়াশা কাটলে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে বলেও জানান ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
এসজেএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।