ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাসিরনগরে ডাকাতের হামলায় যুবক গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
নাসিরনগরে ডাকাতের হামলায় যুবক গুলিবিদ্ধ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ডাকাতের হামলায় মো. রনি (২০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (১২ জানুয়ারি) দিবাগত রাত তিনটায় উপজেলার ধরমণ্ডল গ্রামে এ ঘটনা ঘটে। রনি ওই গ্রামের হানিফ মিয়ার ছেলে।

গুলিবিদ্ধ রনির চাচি নারগিছ আক্তার বাংলানিউজকে জানান, রাতে ২০/২৫ জনের একদল ডাকাত প্রবাসী শাহীনের বাড়িতে ডাকাতি করার চেষ্টা করছিল। এসময় শাহীনের বাবার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়। তারা ডাকাত দলকে চারদিক দিয়ে ঘিরে ফেলার চেষ্টা করে। এ সময় ডাকাতরা বন্দুকের গুলি ছুড়লে রনি গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. আবু জাফর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, ১৩ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।