ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে জাতীয় সংসদ সচিবালয়ের বনভোজন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
ধামরাইয়ে জাতীয় সংসদ সচিবালয়ের বনভোজন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে বরণ করছে ধামরাইবাসী

ঢাকা: ধামরাইয়ে জাতীয় সংসদ সচিবালয়ের বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে উপজেলার কুল্লা ইউনিয়নের সিতি পল্লী এলাকার আলাদীনস পার্কে এ মিলনমেলার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন- ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ও চিফ হুইপ আ.স.ম ফিরোজ।

এছাড়াও স্থানীয় এমপি মুক্তিযোদ্ধা এমএ মালেক ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ উপস্থিত ছিলেন।

এসময় স্পিকার ও ডেপুটি স্পিকারকে ধামরাইবাসীর পক্ষ থেকে বরণ করে নেন স্থানীয় এমপি ও নেতারা।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।