ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পেকুয়ায় সাবেক চেয়ারম্যানের ওপর হামলায় আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
পেকুয়ায় সাবেক চেয়ারম্যানের ওপর হামলায় আটক ২

কক্সবাজার: পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ইউনুছ চৌধুরীর ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুই যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মগনামা ইউনিয়নের কালার পাড়া এলাকার মৃত ইদ্রিসের ছেলে আনছার (৪৫), ও আবু তাহেরের ছেলে জহির আলম (৩৫)।

এদিকে রাত ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা পুলিশ সুপার ড. একে এম ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল ইসলাম টুটুল, সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মতিউল ইসলাম, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান ও পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার।

কক্সবাজার জেলা পুলিশ সুপার ড. একে এম ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চলছে।

জানা যায়, শনিবার সন্ধ্যায় মগনামার সাবেক চেয়ারমানের ইউনুছের বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে তুলে নিয়ে যায় ওই এলাকার বর্তমান চেয়ারম্যান ওয়াসিম ও তার লোকজন। এর কিছু সময় পর লবণমাঠ থেকে আহতাবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায় গ্রামবাসী।

বাংলাদেশ সময়: ০৩১২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
টিটি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।