ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল ব্যাহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল ব্যাহত

টাঙ্গাইল: ঘন কুয়াশার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।

রোববার (১৪ জানুয়ারি) ভোর ৫টা থেকে সকাল পৌনে ৬টা পর্যন্ত সেতুর পূর্ব প্রান্তের টোল প্লাজার সাতটি বুথের মধ্যে তিনটিতে টোল আদায় করা হয়। এতে সেতু থেকে প্রায় ১০ কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়।

তবে কুয়াশা কেটে গেলে সবগুলো বুথ চালু রাখা হয় বলে জানায় সেতু কর্তৃপক্ষ।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান বাংলানিউজকে জানান, দুর্ঘটনা এড়াতে ভোরে চারটি বুথ বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এসময় তিনটি বুথ দিয়ে যানবাহন পারাপার করার কারণে এ সমস্যার সৃষ্টি হয়। বেলা বাড়ার পর কুয়াশা কেটে গেলে সেতুর সবগুলো বুথই সচল করে দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।