ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নোটিশ দিয়ে সংসদে অনুপস্থিত এমপিরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
নোটিশ দিয়ে সংসদে অনুপস্থিত এমপিরা

সংসদ ভবন থেকে: কার্যপ্রণালী বিধির (বিধি-৭১) আওতায় জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ করে প্রতিদিনই কম-বেশি ১৫/২০ জন সংসদ সদস্য নোটিশ দিয়ে থাকেন। এর মধ্যে স্পিকার কোনো দিন নোটিশের ওপর দুই মিনিটের আলোচনার সুযোগ দেন।

রোববার (১৪ জানুয়ারি) রাতে সংসদ অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব শেষ করে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বিধি-৭১ এর আওতায় আনীত নোটিশে আলোচনার জন্য নাম ডাকলে দেখা যায় ১৫ জনের ১১ জন সংসদ সদস্যই অনুপস্থিত।

নোটিশ দিয়ে অনুপস্থিত ছিলেন, আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ, গাজী গোলাম দস্তগীর, দিদারুল আলম, নজরুল ইসলাম বাবু, এম আব্দুল লতিফ, পঙ্কজ নাথ, মনিরুল ইসলাম, উম্মে রাজিয়া কাজল।

আর বিরোধী দল জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর, জাসদ দলীয় সংরক্ষিত সদস্য লুৎফা তাহের।
 
আলোচনা করেন নবী নেওয়াজ, পিনু খান ও আরও দুই জন। এর আগে গত বৃহস্পতিবার ১০ জানুয়ারি এরকম নাম দিয়ে প্রায় ১১ জন অনুপস্থিত ছিলেন।

এভাবে স্পিকারের অনুমতি নিয়ে নোটিশ দিয়ে সংসদে অনুপস্থিত থাকায় অনেক সময় স্পিকার, ডেপুটি স্পিকারকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।