ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকায় আনা হলো নিহত জঙ্গি মেসবাহর ৩ স্বজনকে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
ঢাকায় আনা হলো নিহত জঙ্গি মেসবাহর ৩ স্বজনকে  নাখালপাড়ার জঙ্গি আস্তানা ‘রুবি ভিলায়’ র‌্যাবের অভিযান (ফাইল ফটো)

কুমিল্লা: রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় সন্দেহজনক জঙ্গি আস্তানা ‘রুবি ভিলায়’ র‌্যাবের অভিযানে নিহত মেসবাহ উদ্দিনের মরদেহ শনাক্তের জন্য তার পরিবারের তিন সদস্যকে ঢাকায় নেওয়া হয়েছে।

নিহত তিন জঙ্গির মধ্যে মেসবাহ উদ্দিনের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ এলাকায়।  

রোববার (১৪ জানুয়ারি) দুপুরে ঢাকার র‌্যাবের একটি দল মেসবাহ উদ্দিনের বাবা এনামুল হক, মা তাহমিনা হক ও ভাই মোসলেহ উদ্দিনকে কুমিল্লা থেকে ঢাকায় নিয়ে যান।

মনোহরগঞ্জ থানার উপ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, জঙ্গি মেসবাহ উদ্দিনের পরিবারের কয়েকজন সদস্যকে মরদেহ শনাক্তের জন্য ঢাকায় নেওয়া হয়েছে। তাদের পরিচয় আমরা জানি না।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত ২টা থেকে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে রাজধানীর পশ্চিম নাখেলপাড়ার ছয়তলা বাড়ির পঞ্চমতলায় অভিযান চালায় র‌্যাব। শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ৭টার দিকে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে থেকে তিন জঙ্গির মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।