ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেতন-ভাতার দাবিতে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
বেতন-ভাতার দাবিতে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি  বগুড়ায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি-ছবি: কাওছার উল্লাহ আরিফ 

বগুড়া: সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা প্রাপ্তির দাবিতে বগুড়ার ১২টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা দু’দিনের কর্মবিরতি শুরু করেছেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৫ জানুয়ারি) সকাল থেকে কর্মবিরতি শুরু করে পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন।
 
সংগঠনের রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আল মেহেদী হাসান জানান, স্থানীয় সরকার বিভাগের অন্য প্রতিষ্ঠানগুলোর বেতন সরকারি কোষাগার থেকে দেওয়া হলেও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া হয় পৌরসভার নিজস্ব তহবিল থেকে।


 
যে কারণে বেশিরভাগ পৌরসভাতেই বেতন সংকটে ভুগছেন কর্মকর্তা-কর্মচারীরা। আবার পেনশন থেকেও বঞ্চিত হতে হয় তাদের। দীর্ঘদিন ধরে এসব দাবি জানালেও কোনো পদক্ষেপ না নেওয়ায় সোমবার সারাদেশে পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন তারা। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় এই কর্মবিরতি শেষ হওয়ার আগে দাবি না মানা হলে এরপর লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতারা।
 
বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সভাপতি আহমেদ কামরুল হাসানের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন-রাজশাহী বিভাগীয় পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আল মেহেদী হাসান, বগুড়া পৌর কর্মচারী সংসদের সভাপতি এ কে এম আকিল আহমেদ ও সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ যাদব, বগুড়া পৌরসভার শ্রমিক ইউনিয়নের সভাপতি উত্তম কুমার ও সাধারণ সম্পাদক মাসুদ সরকার কনক, নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, সচিব ইমরোজ মুজিব, প্রশাসনিক কর্মকর্তা মামুনুর রশিদ, হিসাব রক্ষক দেওয়ান আহসানুর রাশেদ প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
এমবিএইচ/আরআর
  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।