ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুলিশ জনমানুষের সেবা দিতে বাধ্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
পুলিশ জনমানুষের সেবা দিতে বাধ্য বক্তব্য দিচ্ছেন ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া। ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, থানা হলো জনতার আশ্রয় কেন্দ্র আর পুলিশ জনমানুষের সেবা দিতে বাধ্য। যদি কেউ থানায় গিয়ে সঠিক সেবা না পেয়ে থাকেন, তখন আমাদের জানাবেন, আমরা ব্যবস্থা নেবো।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে অসহায় ও শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিএমপি'র লালবাগ বিভাগের পক্ষ এ অনুষ্ঠানটি আয়োজন করে।

ডিএমপি কমিশনার থানার ওসিদের উদ্দেশ্যে বলেন, কোনো মানুষ যাতে থানায় গিয়ে অবহেলিত না হয়। তাদের যথাযথ সেবা দেবেন। মানুষের সঙ্গে ভালো আচরণ করবেন। অত্যাচার নিপীড়ন কোনো মানুষই সহ্য করে না, আপনারা অসহায় মানুষের পক্ষে কাজ করবেন, কারণ থানা মানুষের আশ্রয় কেন্দ্র।

জনমানুষের উদ্দেশ্যে তিনি বলেন, যদি কোনো থানার কর্মকর্তা আপনাদের অভিযোগ না নেয়, তবে আমাদের জানাবেন, আমরা ব্যবস্থা নেবো।

ডিএমপি কমিশনার বলেন, এই পুলিশ জনমানুষের কল্যাণের জন্য। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের পুলিশ। আইনের উর্ধ্বে কেউ নয়। যদি কোনো পুলিশ সদস্য অপরাধ ও মাদকের সঙ্গে যুক্ত থাকেন, তবে আইনের মাধ্যমেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জঙ্গি-মাদক দুটি-ই পুলিশের শত্রু উল্লেখ করে তিনি বলেন, আমরা জঙ্গি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। মাদকসেবী-বিক্রেতাদের সম্পর্কে আমাদের তথ্য দিন, প্রয়োজনে তথ্যদাতার পরিচয় গোপন রেখে আমরা মাদকের বিরুদ্ধে কাজ করবো। শীতবস্ত্র বিতরণ করছেন ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া।  ছবি: বাংলানিউজতিনি আর বলেন, আমরা কোতোয়াল (পাহারাদার)। আমরা রাতে পাহারা দেই তাই আপনারা নিশ্চিন্তে ঘুমান। বর্তমানে মহানগরীতে সঙ্গবদ্ধ কোনো ছিনতাই চক্র নেই, কোনো অজ্ঞানপার্টির সদস্য নেই। যে ঘটনাগুলো ঘটে সেগুলো বিচ্ছিন্ন ঘটনা। পুলিশ জনমানুষের নিরাপত্তা দিতে তৎপর রয়েছে।

এ সময় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিআইজি মিজানুর রহমান প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, কেউ আইনের উর্ধ্বে নয়। এ বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজিপি অবগত হয়েছেন। একজন অতিরিক্ত আইজিপিকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদনে যদি কারও অসততা, ক্ষমতা বর্হিভুত, আইন বর্হিভুত কাজ করার কোনো প্রমাণ পাওয়া যায়। তবে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, পুলিশ একটি প্রফেশনাল বাহিনী। যদি এই বাহিনীর কেউ ক্ষমতার অপব্যবহার করে অপরাধ করেন তবে তিনি কোনোভাবেই পার পাবেন না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. শাহবুদ্দিন কুরায়েশী, যুগ্ম কমিশনার আশরাফ উদ জামান, লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইব্রাহিম খান, অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. নাজির উদ্দিন খান, স্থানীয় কাউন্সিলর আলী আহমেদ রঞ্জু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
এসজেএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।