ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ট্রাকচাপায় ১৩ শ্রমিক নিহতের মামলায় চালকের আত্মসমর্পণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
ট্রাকচাপায় ১৩ শ্রমিক নিহতের মামলায় চালকের আত্মসমর্পণ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জয়রামপুরে সড়ক দুর্ঘটনায় ১৩ শ্রমিক নিহতের মামলার প্রধান আসামি ট্রাক চালক রাজিব হোসেন (৩০) আদালতে আত্মসমর্পণ করেছেন। 

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে আমলী আদালত দামুড়হুদা অঞ্চলে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিচারক মোস্তাফিজুর রহমান জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০১৭ সালের ২৬ মার্চ সকালে চুয়াডাঙ্গা-যশোর সড়কের জয়রামপুর মোড় এলাকায় ট্রাক ও একটি আলমসাধুর মুখোমুখি সংর্ঘষ হয়।

এতে আলমসাধুতে থাকা ১৩ জন মাটিকাটা শ্রমিক নিহত হন। নিহত ১৩ শ্রমিকের বাড়ি দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া গ্রামে।  

এ ঘটনায় ওইদিন রাতেই দামুড়হুদা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মেজবাহ উদ্দীন বাদী হয়ে ট্রাকের চালক রাজীব ও হেলপার জুয়েলকে আসামি করে একটি মামলা করেন। এ মামলার দ্বিতীয় আসামি জুয়েল রানা ২০১৭ সালের ২৯ নভেম্বর আদালতে আত্মসমর্পণ করেন।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।