ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাশিমপুর কারা কমপ্লেক্সে বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
কাশিমপুর কারা কমপ্লেক্সে বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন বুনিয়াদি প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী-ছবি-বাংলানিউজ

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্সে ৫০তম কারারক্ষী ও মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) সকালে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী।

তিনি বলেন, কারাগারে বন্দিদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সংশোধন করে সমাজে পুনর্বাসনের লক্ষ্যে ইতোমধ্যে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ জেল-এর এই ডিভিশনকে সত্যিকার রূপ প্রদান করতে কারারক্ষীদের আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ।  

তিনি আরও বলেন, ৫০ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সটি পরিচালিত হয়েছে সম্পূর্ণ নতুন সিলেবাসে। প্রশিক্ষণার্থীদের তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদানের পাশাপাশি চারিত্রিক ও নৈতিক বিষয়ে প্রেষণা প্রদান করা হয়েছে।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন, অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. ইকবাল হাসান, কারা উপ-মহাপরিদর্শক মো. বজলুর রশীদ, গাজীপুর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খন্দকার ইয়াসির আরিফিন, কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মো. মিজানুর রহমান, কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
আরএস/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।