ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কলাপাড়ায় ৬ হাজার মিটার জাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
কলাপাড়ায় ৬ হাজার মিটার জাল জব্দ

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬টি বেহুন্দি জালসহ ৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। তবে এসময় কাউকে আটক করা হয়নি।

সোমবার (১৫ জানুয়ারি) দিনভর উপজেলা মৎস্য বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে এসব জব্দ করা হয়।  

মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়ার রাবনাবাদ নদীর নিশান বাড়িয়া, ঢোস, গাজীর খাল, পশরবুনিয়া ও তৎসংলগ্ন এলাকায় এ যৌথ অভিযান চালানো হয়।

অভিযানে ১৬টি বেহুন্দি জাল, ৪ হাজার মিটার কারেন্ট ও ২ হাজার মিটার বেড় জাল জব্দ করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।  

বিকেলে জালগুলো কলাপাড়া পৌর শহরের হ্যালিপ্যাড মাঠে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।  

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা আনোয়ারুল হক ও উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান।

বাংলা‌দেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়া‌রি ১৫, ২০১৮
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।