ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মিয়ানমারের ৭ মাদক পাচারকারীর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
মিয়ানমারের ৭ মাদক পাচারকারীর কারাদণ্ড

কক্সবাজার: সাগর পথে ইয়াবা পাচারের দায়ে মিয়ানমারের ৭ মাদক পাচারকারীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে দেড়টার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওসমান গনি এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা আসামিরা হলেন- আবদুর জলিল, মুজিবুর রহমান, সাইদুল আমিন, মো. রফিক, আবদুল মালেক, মো. আয়াস ও মো. গনি।

তারা সবাই মিয়ানমারের আকিয়াবের দেবাইন এলাকার বাসিন্দার।

কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর ( পিপি) অ্যাডভোকেট মমতাজ উদ্দিন জানান, ২০১৭ সালের ২৬ মার্চ এক লাখ ২৮ হাজার পিস ইয়াবাসহ বঙ্গোপসাগরের সেন্টমার্টিন এলাকা থেকে মিয়ানমারের সাত নাগরীককে ট্রলারসহ আটক করে কোস্টগার্ড। ওই ঘটনায় কোস্টগার্ড টেকনাফ স্টেশনের পেটি কর্মকর্তা মোক্তার হোসেন বাদি হয়ে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।  

মঙ্গলবার ওই মামলায় শুনানি শেষে বিচারক ওসমান গণি এ রায় ঘোষণা করেন। মামলায় সাতজনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা আব্বাস উদ্দিন বিয়ষটি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।