ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিকৃবির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
সিকৃবির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন বক্তব্য দেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম। ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিনব্যাপী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে স্নাতক লেভেল ১, সেমিস্টার ১ এ ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম বলেন, কৃষিখাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সফলতা হয়েছি।

বাংলাদেশ এখন আর খাদ্য আমদানি করে না বরং বিভিন্ন দেশে খাদ্য রফতানি করে।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান বিজ্ঞানের সুতিকাগার। জ্ঞান আহরণ ও বিতরণ এবং মুক্তবুদ্ধি চর্চার সুবিশাল কেন্দ্র হচ্ছে বিশ্ববিদ্যালয়। এখানে সর্বোচ্চ পর্যায়ের শিক্ষাদানের পাশাপশি মূল্যবোধ ও গবেষণা কর্ম উপস্থাপিত হয়।

ওরিয়েন্টেশন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং ছাত্র পরামর্শ নির্দেশনা দফতরের পরিচালক প্রফেসর ড. মো.  মতিয়ার রহমান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. এটিএম মাহবুব-ই-ইলাহী, রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. এ এস এম মাহবুব, প্রক্টর প্রফেসর ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস।

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সিকৃবি ছাত্রলীগের সভাপতি শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ঋত্বিক দেব।

অনুষ্ঠানের শুরুতেই সদ্য ভর্তি হওয়া দুই শিক্ষার্থীও তাদের অনুভূতি ব্যক্ত করেন। বিকেলে ক্যাম্পাসের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।