ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বনপাড়ায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
বনপাড়ায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারসহ পাবনা-নাটোর মহাসড়ক ও বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের দুই ধারের প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চলে। এতে নেতৃত্ব দেন  সওজ অধিদপ্তরের উপ-সচিব এবং ঢাকা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান ফারুকী।

 

এসময় অনেকের মধ্যে নাটোর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রামাণিক উপস্থিত ছিলেন।

অভিযানে তিনটি বুলডোজার দিয়ে বনপাড়া বাইপাস ও বাজারের প্রায় দেড় শতাধিক দোকান এবং দুই শতাধিক দোকানের বারান্দাসহ সামনের অংশ ভেঙ্গে ফেলা হয়েছে।

সওজ কর্তৃপক্ষ জানায়, পাবনার কাশিনাথপুর থেকে রাজশাহী পর্যন্ত ৬৯ কিলোমিটার মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে সওজ এর পক্ষ থেকে তিন দফা অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দেয়া হলেও কর্ণপাত করেনি দখলকারীরা।  

নাটোর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রামাণিক বাংলানিউজকে জানান, নাটোর-বগুড়া সড়ক, শহরের ভেতর, নাটোর-পাবনা মহাসড়ক ও বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বেশ কিছু স্থান মিলে প্রায় সাত থেকে আটশ’ ব্যক্তি অবৈধভাবে সড়ক বিভাগের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করেছেন। এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ছয় মাস আগে নোটিশ দেওয়া হয়। কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি। পরে সপ্তাহ খানেক আগে গণবিজ্ঞপ্তি জারিসহ মাইকিং করে মঙ্গলবার উচ্ছেদ করার কথা জানানো হয়।  

প্রথম দিন নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম, সিংড়া বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে উচ্ছেদ অভিযান চালিয়ে দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার পর্যন্ত এ অভিযান চলবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।