ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাধবপুরে সেগুন কাঠ বোঝাই পিকআপ ভ্যান জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
মাধবপুরে সেগুন কাঠ বোঝাই পিকআপ ভ্যান জব্দ সেগুন কাঠ বোঝাই পিকআপ ভ্যান জব্দকালে বিজিবি সদস্যরা/ ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৪১ সিএফটি চোরাই সেগুন কাঠ বোঝাই পিকআপ ভ্যান জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোরে উপজেলার তেলিয়াপাড়া বাগান এলাকা থেকে কাঠ ও পিকআপ ভ্যান জব্দ করা হয়।

বিজিবি-৫৫ ব্যাটালিয়ন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আছাদুদ বাংলানিউজকে জানান, তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার হাবিবুর রহমানের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় বিজিবি’র উপস্থিতিটের পেয়ে চোর দলের সদস্যরা পালিয়ে যান।  

পরে ৪১ সিএফটি সেগুন কাঠ বোঝাই পিক আপ ভ্যানটি জব্দ করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান কর্নেল আছাদুদ।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।