ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তাহিরপুর সীমান্তে বালু বোঝাই ট্রলার জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
তাহিরপুর সীমান্তে বালু বোঝাই ট্রলার জব্দ ২শ’ ঘনফুট বালু বোঝাই ট্রলার জব্দ

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ২শ’ ঘনফুট বালু বোঝাই একটি ট্রলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

এর আগে মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে অভিযান চালায় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা।

সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাসির উদ্দিন আহমেদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে তাহিপুর উপজেলার লাউরগড় সীমান্ত পিলার ১২০৩/১-এস এর কাছে অভিযান চালানো হয়। এসময় যাদুকাটা নদী থেকে ২শ’ ঘনফুট বালু বোঝাই একটি ট্রলার জব্দ করা হয়। বালু বোঝাই ট্রলারের আনুমানিক মূল্য ৮ লাখ ৪ হাজার টাকা।

বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যান। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।