ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আমিনবাজারে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
আমিনবাজারে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার মর্টার শেল দেখতে উচ্ছুক জনতার ভিড়/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভারের আমিনবাজার এলাকায় মাটির নিচ থেকে একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে আমিবাজারের বসুধা এলাকা একটি ইটভাটা থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়।

আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) জামাল হোসেন বাংলানিউজকে বলেন, বসুধা এলাকার একটি ইটভাটায় ভেকু দিয়ে মাটি কাটার সময় মর্টার শেলটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন শ্রমিকরা।

খবর পেয়ে পুলিশ গিয়ে মর্টার শেলটি উদ্ধার করেন। বর্তমানে মর্টার শেলটি আমিনবাজার ফাঁড়িতে রাখা হয়েছে।

এদিকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধারের খবরে সাভার সেনানিবাসের লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন কবিরের (এনডব্লিউসি, পিএসসি, এডিওএস) নের্তৃত্বে তিন সদস্যের গোলাবারুদ বিশেষজ্ঞ দল আমিনবাজার পুলিশ ফাঁড়িতে উপস্থিত হন।

এসময় তারা বিমান বাহিনীর পরিত্যক্ত মর্টার শেলটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন। তাদের ধারণা মর্টার শেলটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত হয়ে থাকতে পারে।

গোলাবারুদ বিশেষজ্ঞ দলের সঙ্গে কথা বলে জানা যায়, গোলাটি (জেনারেল পারপাস বোম) ওজন পাঁচশত পাউন্ড (দুইশ কেজি)। এর ভেতরে বিস্ফোরক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। পর্যবেক্ষণ শেষে ধ্বংসের জন্য মর্টার শেলটি সেন্ট্রাল অ্যামিউনিশন ডেপো (সিএডি) ডেমোলিশন গ্রাউন্ডে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।