ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এসএসসি উত্তরপত্র মূল্যায়নে কালো তালিকাভুক্ত ৯ শিক্ষক!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
এসএসসি উত্তরপত্র মূল্যায়নে কালো তালিকাভুক্ত ৯ শিক্ষক!

বরগুনা: বরগুনার আমতলী উপজেলার নয় শিক্ষক আসন্ন এসএসসি পরীক্ষার উত্তরপত্র পরীক্ষক হিসেবে মূল্যায়ন করতে পারবেন না।

বুধবার (১৭ জানুয়ারি) একটি চিঠির মাধ্যমে বিগত বছরে উত্তরপত্র মূল্যায়নে অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় এ আদেশ দিয়েছেন বরিশাল মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল কবির।

জানা গেছে, ২০১৭ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে আমতলী উপজেলার নয় শিক্ষক পরীক্ষক হিসেবে বিভিন্ন ধরনের ভুলত্রুটি করেছেন।

এ ভুলত্রুটিগুলো প্রধান পরীক্ষককের চোখে ধরা পড়ায় তারা (প্রধান পরীক্ষক) বরিশাল মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে এ সব পরীক্ষকদের কালো তালিকা করে ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবেদন দাখিল করেন।

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এ প্রতিবেদন পেয়ে ভুলত্রুটির ধরন অনুসারে কালো তালিকা করে চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন, সহকারী শিক্ষক আজাহার উজ্জ্বল, আমতলী একে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. বজলুর রহমান, কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুনীল চন্দ্র শীল, খলিলুর রহমান, ঘটখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুস সোবাহান ও চুনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. গোলাম মোস্তফাকে এক বছর এবং চুনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. আবু জাফর ও কাউনিয়া ইব্রাহিম একাডেমির সহকারী শিক্ষক মো. সেলিম মাহমুদকে দু’বছরের জন্য পরীক্ষক থেকে অব্যাহতি দিয়েছেন।

এ সব পরীক্ষকগণ ২০১৮ সালে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করতে পারবেন না।

আমতলী একে পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. বজলুর রহমান মোবাইল ফোনে বাংলানিউজকে জানান, কোনো কারণ ছাড়াই আমাকে অন্যায়ভাবে পরীক্ষক (গণিত) থেকে অব্যাহতি দিয়েছে।

আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আকমল হোসেন খাঁন বাংলানিউজকে জানান, এ বিষয়ে আমি অবগত নই।

বাংলাদেশ সময়: ০২২১ ঘণ্টা, ১৮ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।