ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ৩ ডাকাতসহ চারজন কারাগারে 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
ময়মনসিংহে ৩ ডাকাতসহ চারজন কারাগারে  আটক তিন ডাকাত ও এক মাদক বিক্রেতা

ময়মনসিংহ: ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে তিন ডাকাত সদস্য ও এক মাদক বিক্রেতাকে আটকের পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বুধবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের বেলতলী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সজল (৫০), বুলু (৩৫) ও রফিককে (৩৩) নামে তিনি ডাকাত সদস্যকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি রামদা, রড, স্টিলের পাইপ ও চাকু জব্দ করা হয়। এরমধ্যে সজল দু’টি মামলা ও বুলু একটি জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

একই সময়ে শম্ভুগঞ্জ এলাকা থেকে আব্দুল আলিম (৩২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২শ গ্রাম হেরোইন ও ১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।  

আটক আব্দুল আলিমের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ে করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮ 
এমএএএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।