ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উত্তরায় দেয়াল ভেঙে নির্মাণশ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
উত্তরায় দেয়াল ভেঙে নির্মাণশ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর উত্তরায় নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে তাহেরুল ইসলাম মিলু (৫০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

মিলু বগুড়ার সারিয়াকান্দী উপজেলার উত্তরপাড়া গ্রামের কালু মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সহকর্মী সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, বেলা ১২টার দিকে কাজ করার সময় ভবনের বাউন্ডারি ঘেরা দেয়াল ভেঙে চাপা পড়েন মিলু। তাংক্ষণিক তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ও হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, মিলু স্ত্রী ও তিন সন্তান নিয়ে উত্তরা আজমপুর জয়নাল মার্কেট এলাকায় ভাড়াবাসায় থাকে সেক্টর ৩ রোড ৬ এর একটি নির্মাণাধীন ভবনে দিনমজুর হিসেবে কাজ করতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।  

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।