ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিক্ষা জাতীয়করণের দাবিতে আমরণ অনশন

স্পেশাল করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
শিক্ষা জাতীয়করণের দাবিতে আমরণ অনশন আমরণ অনশনে শিক্ষক-কর্মচারীরা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের শিক্ষা জাতীয়করণের একদফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন করছে বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিঁয়াজো ফোরাম।

শুক্রবার (১৯ জানুয়ারি) তাদের অনশনের পঞ্চম দিন চলছে বলে জানান সংগঠনের নেতারা।  

দুপুরে প্রেসক্লাবের সামনে গিয়ে দেখা যায়, শত শত শিক্ষক দাবি আদায়ে রাস্তায় শুয়ে আছেন।

তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন, স্যালাইন লাগানো হয়েছে।

ফোরামের আহ্বায়ক আব্দুল খালেক বলেন, সরকারের আবশ্যিক কাজ হলো দেশের সর্বাধিক উন্নয়ন সাধন করা। এ উন্নয়নের প্রধান শর্ত মানসম্মত শিক্ষা। আর মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অবশ্যই শিক্ষা ক্ষেত্রে বিরাজমান সব বৈষম্য দূর করতে হবে। এ বৈষম্য দূর করার একমাত্র উপায় শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করা। তাই সময়ের প্রয়োজনেই শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সাহসী সরকার প্রধান। তিনি আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছেন। তাই বেসরকারি শিক্ষক-কর্মচারীদের প্রাণের দাবি শিক্ষা জাতীয়করণ করা হোক।

অনশন কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপদেষ্টা মো. রফিকুল ইসলাম, মো. আবুল বাসার হাওলাদার, মো. জসিম উদ্দীন, মো. নজরুল ইসলাম রনি, মো. রফিকুল ইসলাম মন্টু, যুগ্ম আহ্বায়ক, সাইদুল হাসান সেলিম, জিএম শাওন, মতিউর রহমান দুলাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।