ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উখিয়ায় মুখোশধারীদের গুলিতে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
উখিয়ায় মুখোশধারীদের গুলিতে নিহত ১

কক্সবাজার: উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একদল মুখোশধারীর গুলিতে  মোহাম্মদ ইউসুফ নামে এক মাঝি নিহত হয়েছেন। 

শুক্রবার (১৯ জানুয়ারি) রাত ১০টার দিকে কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাত ৮টার দিকে ১০-১২ জনের একটি দল থাইংখালী তানজিমার খোলা এলাকায় মাঝি ইউসুফের মাথায় গুলি করে পালিয়ে যায়।

এ অবস্থায় তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যায়।  

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।