ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উৎসবের অপেক্ষায়...

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
উৎসবের অপেক্ষায়... প্রতিমা প্রস্তুত, এখন অপেক্ষা-ছবি-মুজিবুর রহমান

ঢাকা: একদিন পরেই সোমবার (১৫ অক্টোবর) শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। পূজার প্রস্তুতিও প্রায় শেষের দিকে। এক মাসের পরিশ্রম শেষে মৃৎশিল্পীরা রূপ দিয়েছেন প্রতিমার। এখন শুধু উৎসবের জন্য অপেক্ষা। 

রাজধানীর বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখা গেছে, সবগুলো পূজা মণ্ডপেই প্রতিমা তৈরির কাজ শেষ। প্যান্ডেল তৈরির  কাজও প্রায় ৯৫ ভাগ সম্পন্ন।

 

পূজা মণ্ডপ সংশ্লিষ্টরা জানান, প্রায় এক মাস আগে থেকেই শুরু হয় প্রতিমা তৈরির কাজ। আনুষঙ্গিক কিছু কাজ বাকি থাকলেও রাতের মধ্যেই শেষ হবে।  

প্যান্ডেল তৈরির কাজ চলছে-ছবি-মুজিবুর রহমানরাজধানীর অন্যতম বড় পূজা উৎসব কেন্দ্র কলাবাগান ক্রীড়া চক্র মাঠ। ধানমন্ডি সার্বজনীন পূজা উদযাপন কমিটির উদ্যোগে এই মাঠে নানা আয়োজন করা হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, পূজার মাঠের সব কাজ প্রায় শেষ। রোববার (১৪ অক্টোবর) প্যান্ডেলের ভেতর মঞ্চে প্রতিমা বসানো হবে।  

পূজা কমিটির সংশ্লিষ্টরা জানান, এবারের দুর্গা পূজায় এক কোটি সাত লাখ টাকার বাজেট। পূজায় প্রায় ৩০ হাজার লোকের প্রসাদের আয়োজন করা হয়েছে। পূজার সপ্তমিতে কলকাতা ও বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠানের আয়োজন আছে। কলকাতার শিল্পী ইন্দ্রানী হালদার, রায় বিনোদনী, বাংলাদেশের শিবলী সাদিক ও শামীম আরা নিপা গান পরিবেশন করবেন।  

প্যান্ডেল তৈরির কাজ চলছে-ছবি-মুজিবুর রহমানসোমবার (১৫ অক্টোবর) বিকেলে স্থানীয় সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস এমপি কলাবাগান ক্রীড়া চক্র মাঠে পূজার উদ্বোধন করার কথা রয়েছে। এছাড়া পরদিন পূজা উৎসবে যাওয়ার কথা রয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের।  

ধানমন্ডি সার্বজনীন পূজা উৎসব কমিটির সভাপতি তপন কান্তি সরকার ও সেক্রেটারি অসিত বরণ পাল বাংলানিউজকে জানান, সব প্রস্তুতি সম্পন্ন। আমরা উৎসব শুরুর অপেক্ষায়।  

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
টিএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।