আইপিইউ ও সুইসপার্লামেন্টের আয়োজনে সুইজারল্যান্ডের জেনেভায় ১৪ থেকে ১৮ অক্টোবর এ অ্যাসেম্বলি অনুষ্ঠিত হবে।
এবারের অ্যাসেম্বলির মূলপ্রতিপাদ্য ‘প্লেসিং সায়েন্স অ্যাট দ্য হার্ট অব পার্লামেন্টস, পলিসি মেকিং অ্যান্ড পিস’।
এতে বিভিন্ন দেশের ১৩শ’র অধিক সংসদ সদস্য অংশ নেবেন। অ্যাসেম্বলিতে তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবন, মিথ্যা সংবাদ পরিবেশন বন্ধ, যৌন হয়রানি বন্ধ, মানিবাধিকার, নিরস্ত্রীকরণ, সন্ত্রাসবাদ প্রতিরোধ, টেক সই উন্নয়ন এবং অভিবাসন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্তের বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। স্পিকারের নেতৃত্বে ১৭ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অ্যাসেম্বলিতে অংশ নেবেন।
প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন- হুইপ ইকবালুর রহিম এমপি, মো. আব্দুল কুদ্দুস এমপি, এবি তাজুল ইসলাম এমপি, মমতাজ বেগম এমপি, মো. হাবিবে মিল্লাত এমপি, কে এইচ আজিজুল হক এমপি, আশেক উল্লাহ রফিক, কামরুল লাইলা জলি, নাভানা আক্তার, মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরী এমপি, শামীম হায়দার পাটোয়ারী এমপি, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার, স্পিকারের একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ, উপ-সচিব (আইপিএ) আলী আশরাফ, সংসদ বাংলাদেশ টেলিভিশনের পরিচালক প্রোগ্রাম অ্যান্ড নিউজ এস এম মঞ্জুর,পরিচালক গণসংযোগ মো. তারিক মাহমুদ, স্পিকারের সহকারী একান্ত সচিব সুয়ে মেন জো এবং হুইপ ইকবালুর রহিম এমপির একান্ত সচিব মোরারজি দেশাই বর্মণ।
স্পিকারকে বিদায় জানাতে সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
সফর শেষে আগামী বৃহস্পতিবার (১৮ অক্টোবর) স্পিকার দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
এএটি