রোববার (১৪ অক্টোবর) বিভাগীয় মৎস কার্যালয়ের সহকারী পরিচালক আজিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৯৩ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণের লক্ষ্যে গত ৭ অক্টোবর থেকে রোববার সকাল পর্যন্ত বরিশাল বিভাগের ৬ জেলায় মৎস্য অধিদফতরের নেতৃত্বে মোট ৫৩৯টি অভিযান ও ২৯২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। যার অনুকূলে ১৮০টি মামলা দায়ের করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
এমএস/আরআইএস/