রোববার (১৪ অক্টোবর) ভোর ৬টা থেকে নৌযান চলাচল বন্ধ রাখা হয়। এরপর বিকেলে ৫টা থেকে নৌযান চলাচল শুরু হয়।
জানা যায়, কাঁঠালবাড়ী ঘাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার কারণে নিরাপত্তার স্বার্থে লঞ্চ ও ফেরি বন্ধ রাখা হয়।
এরআগে, শুক্রবার (১৩ অক্টোবর) রাতে কাঁঠালবাড়ী ঘাট থেকে লঞ্চ ও স্পিডবোট কাওড়াকান্দি ঘাটে সরিয়ে নেওয়া হয়।
এদিকে দীর্ঘ সময় নৌযান চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়ে এ নৌরুটে চলাচলকারী যাত্রীরা।
বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বাংলানিউজকে বলেন, জনসভা শেষে বিকেল পাঁচটা থেকে কাঁঠালবাড়ী ঘাট থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু করেছে। এছাড়া ফেরিতেও পরিবহন লোড করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
এনটি